গুলিস্তানে বিস্ফোরণ
বংশাল থানায় অপমৃত্যু মামলা করল পুলিশ

বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটি ডগস্কোয়াড দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।
বংশাল থানায় এ মামলা হয়েছে।
বুধবার রাতে বংশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল হাসান কামাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটসহ অনেকে বিষয়টি তদন্ত করছে। তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
Comments