গুলিস্তানে বিস্ফোরণ

৩ দিনেও ক্ষতিগ্রস্ত ভবনের নথি পায়নি রাজউক

ভবনের ভেতরে আজ উদ্ধার অভিযান শুরুর পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আরাফাত রহমান/স্টার

ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নথি ৩ দিনেও খুঁজে পায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউক সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নথির খোঁজ করা হচ্ছে, পাওয়া গেলে বুঝতে পারব যে ভবনটি কত তলা পর্যন্ত করার অনুমোদন ছিল।'

তন্ময় দাশ বলেন, 'অনেক পুরনো এই ভবনের নথি ম্যানুয়ালভাবে রাখা। গতকাল শবে বরাতের ছুটি থাকায় নথি খুঁজতে দেরি হয়েছে।'

দুর্ঘটনার ৩ দিনেও নথি পাওয়া যাচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তন্ময় দাশ বলেন, '২০১৯ সালের মে থেকে রাজউকে নতুন নকশাগুলো ডিজিটালাইজড করা হয়েছে। আগের নথিগুলোরও সফটকপি তৈরির কাজ চলছে।'

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা ভবনটির বিষয়ে তন্ময় দাশ বলেন, 'রাজউকের কমিটি গতকাল রাত ১০টা পর্যন্ত পরিদর্শন করেছে৷ আজ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তারা প্রতিবেদন দেবে। ভবনটি মেরামত বা সংস্কার করা যাবে, নাকি অপসারণ করতে হবে তা কমিটির প্রতিবেদনে উল্লেখ থাকবে৷'

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজউকের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন৷

ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তন্ময় দাশ সাংবাদিকদের বলেন, ঢাকার প্রতিটি ভবন সার্ভে করে বেজমেন্টে কোনো দোকান বা রেস্টুরেন্ট থাকলে ভবন মালিককে প্রাথমিক সতর্কতা নোটিশ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

তিনি বলেন, 'আগামী ৭ দিনের মধ্যে আমরা এই সার্ভে শেষ করব এবং এরপর ভবন মালিকদের সতর্কতামূলক নোটিশ দেওয়া হবে।'

ঢাকাকে ২৪টি সাবজোনে ভাগ করে এই সার্ভে করা হবে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারের ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন।

গতকাল রাজউক জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত ভবনটি ৪৫ বছরের পুরনো।

 

Comments

The Daily Star  | English

DUCSU, hall union polls set for Sept 9

Draft voter list to be published on Jul 30; results on election day

29m ago