গুলিস্তানে বিস্ফোরণ

আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার: ঢামেক পরিচালক

কথা বলছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে আহতদের দীর্ঘ মেয়াদী চিকিৎসা দরকার বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

নাজমুল হক বলেন, 'একটা লোক যখন অসুস্থ হয়, তাকে একেবারে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। কিছু না কিছু প্রতিবন্ধীতা থাকেই। আমরা চেষ্টার করছি; কত দ্রুত তাদের সুস্থ্য করা যায়। স্বাভাবিক কাজ-কর্মে কত দ্রুত ফিরে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।'

তিনি জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজনসহ মোট ১৫ জনকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

'আমরা প্রয়োজনীয় সংখ্যক বিভাগকে রেখে বোর্ড করেছি। রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগগুলো কাজ করবে,' যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে নাজমুল বলেন, 'ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জনের মৃত্যুর কথা আমরা বলছি। বাইরে অন্য হাসপাতালে আরও থাকতে পারে।'

গত মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশেরন (বিআরটিসি) বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট নামে পরিচিত ৭ তলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০০ জন।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago