ব্রহ্মপুত্র নদ থেকে ২ কিশোরের মরদেহ উদ্ধার

ব্রহ্মপুত্র নদে ২ কিশোরের নিখোঁজের খবর পেয়ে নদের পাড়ে ভিড় করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে ২ কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ সোমবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুজন নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। সেসময় নদে গোসলে নামে পৃথিবী। হঠাৎ তাকে ডুবে যেতে দেখে তার প্রাণ বাঁচাতে ঝাপ দেয় ফয়সাল। পরে তারা দুজনেই নিখোঁজ হয়।' 

পরে রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

46m ago