মোহাম্মদপুরে অটোরকিশার ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

accident_15.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই মোটরসাইকেল চালককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহত মোটরসাইকেল চালককে হাসপাতালে আনা মো. মনির হোসেন জানান, বসিলা শাহজালাল হাউজিং এলাকার রাস্তায় একটি সিএনজচালিত অটোরিকশাটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ওই মোটরসাইকেলচালক রাস্তায় ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English
foreign exchange reserves drop

Forex reserves hit $26.39 billion today

However, according to Bangladesh Bank's calculation the amount was $31.27 billion

45m ago