নারায়ণগঞ্জ

তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে ৫ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গাজী সেতুর পাশে দড়িকান্দি ডকইয়ার্ডে নিজস্ব জেটিতে নোঙর করে রাখা 'ও টি সাংহাই-৮' নামে তেলবাহী ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পরিদর্শক আতাউর রহমান বলেন, 'বন্দরে তেল খালাস করার পর খালি জাহাজটি ঘাটে নোঙর করা ছিল৷ কিন্তু ট্যাংকারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে৷ মুহূর্তেই আগুন ধরে গেলে জাহাজের শ্রমিক ও কর্মচারীরা দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।'

এ ঘটনায় আহতরা হলেন- জাহাজটির স্টাফ আ. মান্নান রাহাদ (২৩), হুমায়ুন কবির (৫৪), তাজুল ইসলাম লিমন (২৪), ইমতিয়াজ আহমেদ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), নাজমুল (৩৩) ও রাকিব (২৪)।

জাহাজটির শ্রমিকরা জানান, ট্যাংকারে বিকট শব্দে বিস্ফোরণ হবার পরপরই আগুন ধরে যায়৷ আগুন দেখে জাহাজে থাকা অনেকেই শীতলক্ষ্যা নদীতে লাফিয়ে পড়েন। পরে সহকর্মীদের সহযোগিতায় সাঁতরে তারা তীরে ওঠেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছে আগুন নেভায়৷ জাহাজের তেলবাহী খালি ট্যাংকারে জমা গ্যাস থেকে বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, জাহাজে আগুনের ঘটনায় মোট আটজন রোগীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে ৫ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Comments

The Daily Star  | English

Govt angling for free trade with EU

Bangladesh is seeking to sign free trade agreements with the European Union and other major trading partners to retain preferential access after graduating from the least-developed country category in November next year.

6h ago