সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে লঞ্চটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট একযোগে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য ডেইলি জানান, সদরঘাট ময়ূর-৭ নামের লঞ্চে আগুন লাগার খবর পেয়ে এক এক করে আমাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেরকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খালেদা ইয়াসমিন আরও জানান, এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago