বনানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর বনানীতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থী ফাতেমা খাতুন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী।

এই ঘটনায় আহত শিক্ষার্থী রাবেয়া খাতুন শিফা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা পরস্পরের মামাতো-ফুফাতো বোন।

বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রোববার বিকেল সাড়ে ৩টায় বনানীতে চেয়ারম্যানবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় উত্তরা অভিমুখী আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ফাতেমা খাতুন মারা যান।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। বস চালককেও আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago