ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নুরজাহান ও নূহা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ওই দুই শিশুর নাম নুরজাহান আক্তার (৬) ও নূহা আক্তার (৫)।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে জানান, দুই শিশুকন্যা ও স্ত্রী নাজমাকে নিয়ে ঢাকা থেকে ঈদ করতে ফরিদগঞ্জের বাড়িতে যান কাউছার। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার তাদের বাড়িতে রেখেই ঢাকায় ফেরেন কাউছার। আগস্টের শুরুতে এই দম্পতির তৃতীয় সন্তান হওয়ার কথা।

আজ দুপুরে নাজমা কাজ করছিলেন। এর মধ্যে ওই দুই শিশু পুকুরে গোসল করতে নেমে যায়। পরে পাশের বাড়ির এক নারী গোসলে গিয়ে তাদের মরদেহ দেখতে পান। তখন পরিবারের লোকজন দ্রুত দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago