গাইবান্ধায় ট্রেনের নিচে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

মহিমাগঞ্জ স্টেশন। ছবি: স্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ স্টেশনে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার সময় মহিমাগঞ্জ স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত স্টেশন মাস্টার আব্দুস সোবহান (৭৬) এই স্টেশনে চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার ছিলেন। অবসর গ্রহণের পরে তিনি এই স্টেশনে চুক্তিভিত্তিক কাজ করতেন বলে জানিয়েছেন একই স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে ডিউটি শেষ করে আব্দুস সোবহান তার গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী (আন্তঃনগর ৭১৩) করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠার সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় তার ডান হাত ও ডান পা ট্রেনের চাকার নিচে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়।'

এই স্টেশনে আব্দুস সোবহানসহ আরও ২ জন স্টেশন মাস্টার কাজ করেন বলে জানান সোহাগ।

বগুড়া মেডিকেল ফাঁড়ির এ এসআই মো. ইউসুফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্টেশন মাস্টার আব্দুস সোবহানকে দুপুর ১টার দিকে হাসপাতালে জীবিত অবস্থায় আনা হয়। ১০ মিনিট আগে (১টা ২০ মিনিটে) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Comments

The Daily Star  | English

Over 50,000 affected in Bangladesh due to USAID fund cut

Says a platform of the project professionals who lost their jobs

36m ago