তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার রাউতগাঁও এলাকায় বগি লাইনচ্যুত হয় বলে জানান শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আনা হচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

শায়েস্তাগঞ্জ জংশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রী সুমন মিয়া বলেন, 'তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এখন যাত্রীবাহী ট্রেনগুলো দেরিতে আসবে। এ অবস্থায় বাসে গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছি।'

Comments

The Daily Star  | English

Human trafficking: New law drafted as 95% of cases end in acquittal

The new ordinance updates the legal framework to meet international standards, particularly the UN protocol on migrant smuggling.

9h ago