গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি হলেন—কনস্টেবল বিতান বড়ুয়া।

আজ শনিবার ভোর ৪টায় সদর থানা রাজেন্দ্রপুর চৌরাস্তায় ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর থানার ডিউটি অফিসার এসআই স্বপ্না বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে রয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাতে এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল আক্কাস উদ্দিনসহ একটি দল সদর থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটিতে ছিল। সরকারি গাড়িতেই সালনা থেকে ময়মনসিংহগামী রাস্তায় টহল দিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় এসে ইউটার্ন নেওয়ার সময় একটি লরি পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা গুরুতর আহত হলে চিকিৎসার জন্য তাদের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল বিতানকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

16m ago