সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের প্রান্তিকগেট ও ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে ঢুলিভিটা এলাকায় আরিচামুখী লেনে সেলফি পরিবহনের একটি বাসচাপায় রুবেল পারভেজ ও আব্দুল মান্নান নামে দুই পথচারী নিহত হয়েছেন।

'বাসচাপায় আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন,' বলেন আবুল হাসান।

এর আগে সকাল সোয়া ৮টার দিকে প্রান্তিকগেট এলাকায় আরিচামুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপায় দেয় দ্রুতগামী কাভার্ড ভ্যান। এতে আরোহী ইসমাইল হোসেন (১৭) নিহত হন। মোটরসাইকের চালাচ্ছিলেন তার বাবা খলিল মিয়া। তিনিও গুরুতর আহত হয়েছেন।

আবুল হাসান বলেন, 'কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।'

Comments

The Daily Star  | English

Bulbul elected as new BCB president

Former Bangladesh captain Aminul Islam Bulbul has been elected as the new president of the Bangladesh Cricket Board (BCB) in an emergency board of directors meeting at the BCB headquarters today.

1h ago