মহাখালীর গ্যাস স্টেশনে আগুনের ঘটনায় মৃত বেড়ে ৪

মহাখালীতে আগুন
ভিডিও থেকে নেওয়া ছবি

রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে দগ্ধ মাসুম (২৩) মারা গেছেন।

আজ সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত ৬ ডিসেম্বরের ওই বিস্ফোরণের ঘটনায় ৪ জন মারা গেলেন।

ডা. তরিকুল জানান, মাসুমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম দিন থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে কামাল আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

মৃত মাসুমের খালা পারভিন আক্তার গণমাধ্যমকে জানান, মাসুমের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলার রামনাথপুর গ্রামে। তিনি ওই পাম্পে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে, এ আগুনের ঘটনায় দগ্ধ হয়ে আবুল খায়ের, আমির হোসেন ও সালাউদ্দিন মারা যান। 

আমির হোসেনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। তিনি ওই পাম্পের ক্যাশিয়ার ছিলেন।

সালাউদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলায়। তিনি গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করতেন।

আবুল খায়েরের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তিনি মহাখালীর এবিএন সিএনজি পাম্পের ইঞ্জিনিয়ার ছিলেন। 

গত ৬ ডিসেম্বর সালাউদ্দিন, রানাসহ কয়েকজন মহাখালী রয়েল পেট্রোল পাম্পের গ্যাস সিলিন্ডার মেরামতের জন্য গিয়েছিলেন। মেরামতের সময় বিস্ফোরণ হয়।

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago