পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ২ প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

purbachal 300 feet road accident
সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট সড়কে দুই প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন৷

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে৷

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন৷

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একটি যাত্রীবাহী প্রাইভেটকার উপজেলার কাঞ্চন ব্রিজ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে। সেই সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহত সাতজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

'হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক', বলেন আবির হোসেন৷

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

US tariff talks: Bangladesh writes to USTR, seeking date

Bangladesh yesterday sent its position paper to the United States Trade Representative (USTR), the chief trade negotiation body for the American government, and sought July 26 as the new date for launching the third and final round of tariff talks with the Trump administration.

9h ago