ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইখালে একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও ২টি ইউনিট। 

দুপুর ১২টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

Comments

The Daily Star  | English

50 madrasa teachers injured as police use water cannons near Secretariat

Protesters demanding nationalisation of Ebtedayee madrasas dispersed after breaking police barricade

12m ago