বরগুনায় বরযাত্রীবাহী মাইক্রোবাস সেতু ভেঙে খালে, নিহত বেড়ে ৯

খালে উদ্ধার তৎপরতা চলছে। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। 

এ ঘটনায় প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়, পরে আরও দুজনের মরদেহ উদ্ধার হয়। তাৎক্ষণিকভাবে জানা গেছে, তাদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন তপু বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।  

ওসি বলেন, 'এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।'

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক ডেইলি স্টারকে বলেন, 'দুপুর আড়াইটার দিকে হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পার হওয়ার সময় সেতু ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি।'

নিহতদের মরদেহ আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
New condition for $5.5B loan: IMF limits Bangladesh’s foreign loan intake

New condition for $5.5B loan: IMF limits Bangladesh’s foreign loan intake

The global lender introduced a new condition for the next instalment of its $5.5 billion loan package

9h ago