গাজী টায়ারস: ৩২ ঘণ্টা পর নিভেছে আগুন, ভবন ধসের শঙ্কা

প্রায় ৩২ ঘণ্টা পর গাজী টায়ারস কারখানার আগুন নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা৷

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।'

তিনি বলেন, 'দীর্ঘ চেষ্টার পর আপাতত ফ্লেম ডাউন করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও ভবনের ভেতরে হিট আছে৷ অল্প অল্প করে আগুন জ্বলছে৷ ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে৷ কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে৷ ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না৷ নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল৷'

টার্ন টেবিল ল্যাডারের (টিটিএল) সাহায্যে ভবনটির ছাদে তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, 'ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি৷ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি৷ আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সবকিছু বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করবো৷'

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷

আজ সকালে ভবনটিতে আগুন দেখা না গেলেও প্রচুর ধোয়া উড়তে দেখা যায়৷ ভোর থেকে থেমে থেমে বৃষ্টিও হয়েছে এ এলাকায়৷

কারখানার সামনে ভিড় করে আছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা।

 

Comments

The Daily Star  | English

Expatriates, young voters must be allowed to vote: Jamaat chief

Shafiqur holds interim government to its election deadline for April

54m ago