টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের সামনের অংশ। ছবি: স্টার

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে৷ নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান দ্য ডেইলি স্টারকে জানান, রাত ১টার দিকে কালিহাতী লিংক  রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন৷ আহতদের ‍উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ভেতর তিনজনের অবস্থা গুরুতর৷ 

Comments

The Daily Star  | English
Daria-i-Noor diamond in Bangladesh

Daria-i-Noor, ‘sister’ to Koh-i-Noor, awaits first light in 117 years

Committee to inspect legendary diamond mortgaged by Nawab Salimullah in 1908

5h ago