লরি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কে লরি-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আঞ্চলিক সড়কটির লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত এনামুল হক সরকার (৪৫) পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে।

এ ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শামীম আল মামুন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এনামুল হক সরকার তার দুই সহযোগীকে নিয়ে কাজে যান। কাজ শেষে রাতে তিনজন এক মোটরসাইকেলে খিলপাড়া গ্রামে যার যার বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি সন্ধ্যায় লতিফপুর এলাকায় পৌঁছালে কাপাসিয়াগামী ইটবোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ডিউটি অফিসার শামীম আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Comments

The Daily Star  | English

Bangladesh tables 7-point plan at high-level UN conference on Rohingyas

Chief Adviser Yunus says as funding declines, the only peaceful option is to begin repatriation

2h ago