ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ত্রিমুখী গাড়ির সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়াতে ১১ মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালু বোঝাই ডাম্প ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।

আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ এ তথ্য জানান।

দুর্ঘটনায় নিহত হয়েছেন— নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের ফজিলাতুন্নেছা (৭৫), মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাসের শিশু রাইছা ও পাভেল মিয়া (৩০)।

আহতরা হলেন— আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), আব্দুল হামিদ মাসুদ (৬০) ও বিল্লাল হোসেন (৩০)।

হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, ভোর সাড়ে ৫টার  দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও কুমিল্লাগামী বালু বোঝাই ডাম্প ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP reiterates demand for polls by Dec at meeting with Yunus

Says don't want CA to quit; calls for resignation of 3 advisers

Now