গাড়ি পার্কিং নিয়ে বিবাদ: দোকান কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকানের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।

নিহত তৌফিক মিয়া আদমপুর গ্রামের বাসিন্দা আরু মিয়ার ছেলে। তিনি আদমপুর বাজারের একটি গ্যাস সিলিন্ডার দোকানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, আদমপুর বাজারের ওই দোকানের সামনে একটি সিএনজি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যান রেখে চালকরা পাশের রেস্তোঁরায় নাস্তা করতে যান। এসময় তৌফিক তাদের গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু চালকরা এতে রাজি না হয়ে তার সঙ্গে তর্কে লিপ্ত হন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

হাতাহাতির একপর্যায়ে এক চালক ছুরি দিয়ে তৌফিকের বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তৌফিককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই চালককে আটক করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago