সরাইলে পুলিশের ওপর হামলা করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

গাজী বোরহান উদ্দিন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিনকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় অরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।

অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বোরহান উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে পুলিশ বোরহান উদ্দিনকে আটক করে অরুয়াইল বাজার সংলগ্ন পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে তার ভাই গাজী গিয়াস উদ্দিনের নেতৃত্বে অন্তত ১৫০-২০০ জন  ক্যাম্পের সামনে জড়ো হয়ে বোরহানকে ছেড়ে দেওয়ার দাবি জানায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে সরাইল থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা হয়। এসময় হামলাকারীরা তাকে ছিনিয়ে নেয় বলে জানান স্থানীয়রা। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, বোরহান উদ্দিনকে তারা গ্রেপ্তার করেছিলেন।

তবে বোরহান উদ্দিন এখন পুলিশের হেফাজতে আছেন কি না তা জানাতে পারেননি তিনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, 'ঘটনার বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।'

অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, 'যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটেছে। এমনকি তাকে গ্রেপ্তারের সময় হাতকড়াও পরানো হয়নি।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago