মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে অন্তত দুই জন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, নিহতরা হচ্ছেন—অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। তাদের দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।

আলামিন বলেন, 'রাতের অন্ধকারে দ্রুতগতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এই সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছে।'

তিনি বলেন, 'স্পিডবোটে ১০-১২ জন ছিলেন বলে জানতে পেরেছি। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।'

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, 'দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

3h ago