লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজন হলেন—নওগাঁর হুমায়ুন কবির (৪৫) ও রিপন হোসেন (২৬), চন্দ্রগঞ্জের জয়নাল আবেদীন (৫৫) ও আব্দুল মাজেদ (৩৫) এবং নোয়াখালীর মোর্শেদ আলম (৫০)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী অপর একটি বাসকে জায়গা দিয়ে যায়। সেই সময় সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চলে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
Comments