লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনির মৃত্যু

লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রাবাহী বাসচাপায় নানা ও নাতিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকায় সিয়াম পেট্রল পাম্পের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনায় নিহতরা হচ্ছে নাসির মোল্লা (৬৫) ও তার নাতিন মিমি আক্তার (৪)। তারা ভোলা জেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিমি ও তার নানা নাসির চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শাহী বাসে উঠেন। ঘটনাস্থল এসে বাসটি তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এ সময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নাসির রাস্তার বিপরীত দিকের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিমি মারা যায় এবং নাসির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, 'দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নাসির নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Musicians and poets decry attacks on Baul traditions, call for cultural resistance

Protest against cultural aggression marks Farida Parveen memorial in Mymensingh

26m ago