শেরপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ নিহত ৬

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুর ১২টার দিকে শেরপুরগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা সবাই শেরপুরের বাসিন্দা। তারা হলেন, অটোরিকশাচালক লোকমান এবং যাত্রী মোখলেছুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম, কামরুজ্জামান ইমন, মাইশা জেসমিন মীম, নিনা রানী।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
Tarique Rahman coming back to Bangladesh

Will take part in the election, BNP acting chair tells BBC Bangla

Tarique says Khaleda Zia may have role in election if health permits

3h ago