পল্টনে জামান টাওয়ারে আগুন

পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ভোর ৫টা ৩৫ মিনিটে আগুনের খবর পায়। প্রথম ইউনিট ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে মোট ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

ভবনের চতুর্থ তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। পাঁচটি ইউনিটকে কাজ করতে হয়নি। সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জামান টাওয়ার থেকে দুইজনকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Election in first half of April 2026

In his address to the nation, CA says EC will later provide detailed roadmap

10h ago