কাফরুলে যাত্রীদের নামিয়ে বাসে আগুন
রাজধানীর কাফরুলে যাত্রীদের নামিয়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেট্রোরেলের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করেন কয়েকজন। তাদের মধ্যে দুই-তিনজন গাড়িতে উঠে যাত্রীদের নামিয়ে দেন। এরপর তারা বাসে আগুন দেন।
স্থানীয়রা পুলিশকে জানান, বাসের জানালার কাচে গুলি করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত নয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আনুমানিক সকাল সোয়া ৭টায় চারজন ব্যক্তি হঠাৎ করে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করেন।'
'দুই-তিনজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে ড্রাইভার ও হেলপারকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসে আগুন দেন। স্থানীয়রা জানিয়েছেন, যাওয়ার সময় তারা জানালার কাচে গুলি করেন। তবে এটা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।'
ওসি আল মামুন আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।


Comments