ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার সকালে ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বস্তিতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা রাফি আল ফারুক।

পরে কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

সকাল ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, আজ ভোররাত ৩টার দিকে গাবতলী এলাকার আরেকটি বস্তিতে আগুন লাগে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

Comments