বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে শিশুসহ ৮ জনের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৮ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া

জেলার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শ্রমিক আব্দুর রাজ্জাক (৩৫)। 

একই উপজেলার গোকর্ণ গ্রামে কৃষক মোহাম্মদ শামসুল হুদা বজ্রপাতে মারা যান। 

ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় ৮ বছর বয়সী শিশু জাকিয়া বজ্রপাতে মারা গেছে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, ধরখার ইউনিয়নের রুটি গ্রামে খড় গুছানোর সময় বজ্রপাতে কৃষক শেখ সেলিম মিয়া (৬০) মারা যান। 

একই ইউনিয়নের বনগজ গ্রামে ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান জামির খান।

পুলিশ জানিয়েছে, মৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ

ভৈরব ও কুলিয়ারচরে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষক মারা গেছেন। 

এসময় গুরুতর আহত হন অপর এক কৃষক। 

মৃতরা হলেন—ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজারী নগর গ্রামের কবির হোসেন (২৫)। 

তাদের সবাইকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উম্মে হাবিবা জুঁই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বজ্রপাতে আহত মনিরের (২৫) বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়। 

মৃতদের স্বজনরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে সবাই নিজ নিজ এলাকার মাঠে কৃষি কাজ করছিলেন। হটাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে পৃথক পৃথক স্থানে ৪ জন গুরুতর আহত হন। 

স্বজনরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়া, ফয়সাল ও কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। 

বজ্রপাতে আহত মনিরকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ নিয়ে গত ১০ দিনে কিশোরগঞ্জে দুই ছাত্রীসহ অন্তত ১০ জন বজ্রপাতে মারা গেছনে এবং ৭ জন আহত হয়েছেন।
 

Comments

The Daily Star  | English

‘Free Palestine’ lantern lights up Ramu sky on Probarona Purnima

Once scarred by 2012 communal violence, Ramu glows with messages of peace

1h ago