আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগর এলাকার একটি বাড়িতে গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুনে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— তোফাজ্জল হোসেন (৩২), তার স্ত্রী মনসুরা আক্তার (২৪) এবং তাদের তিন মেয়ে - তানিশা (১১), মিথিলা (৭) এবং তানজিলা (৪)।

দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ডাক্তার জানিয়েছেন যে তোফাজ্জলের ৮০ শতাংশ, মানসুরার ৬৭ শতাংশ, তানিসার ৩০ শতাংশ, মিথিলা ৬০ শতাংশ এবং তানজিলা ৬৬ শতাংশ দগ্ধ হয়েছেন।

চিকিৎসক আরও বলেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেশী মোশারফ হোসেন জানান, আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় ভবনের নিচতলায় পাঁচ সদস্যের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পরিবারটি। রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

তিনি জানান, জমে থাকা গ্যাস স্ফুলিঙ্গের সংস্পর্শে আসার কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্রুত ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।

স্থানীয়রা ঘটনার কিছুক্ষণ পরেই আগুন নেভাতে সক্ষম হয় বলে তিনি জানান।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago