ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ বাসের সংঘর্ষে আহত ৩০

বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-বরিশাল মহাসড়কে চারটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় রোববার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কারণে বরিশালগামী বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রিন লাইন বাসের সংঘর্ষ হয়। এর পরপই স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস বলাকা বাসকে পেছন থেকে ধাক্কা দেয়, অন্যদিকে সাকুরা পরিবহনের একটি বাস এসপি গ্রিন লাইননের বাসকে ধাক্কা দেয়।

আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত সবগুলো যানবাহন জব্দ করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

9h ago