সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগরের হামিদপুর গ্রামে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

তারা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল ব্রিকসের মালিক বাবুল আহমেদ বাবু (৬০) ও তার ১৮ বছরের মেয়ে হালিমা মোহাম্মদ। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হালিমার চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দেওয়ার কথা ছিল।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ঢাকায় থাকেন বাবুল আহমেদ বাবু। তিনি ঈদুল আজহার ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যান। সেখানে আজ সোমবার বিকেল ৪টার দিকে মেয়েকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পুকুরে নিয়ে যান।

স্থানীয় নুরুল ইসলাম জানান, সাতার কাটতে গিয়ে পা পিছলে হালিমা পানিতে ডুবে যায় এবং তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে তার বাবাও পানিতে ডুবে যান। পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago