পাবনায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ তিন জন নিহতে হয়েছেন। এ ঘটনায় আহত বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া মুন্নার মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুবরনা খাতুন (৩২), তার দেড় বছরের মেয়ে পূর্ণতা এবং লিচু ব্যবসায়ী আনিসুর রহমান (৫৫)।

পাকশি হাইওয়ে থানার উপপরিদর্শক কল্লোল কুমার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আজ সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে পরিবার নিয়ে মোটরসাইকেলে নিজের বাড়ি ফিরছিলেন মফিজুল। পথে দাশুরিয়া মুন্নার মোড় এলাকায় রাস্তার পাশ থেকে লিচু কিনতে দাঁড়ালে কাভার্ডভ্যানটি তাদের ধাক্কা দেয়। এতে চারজন আহত হয়।'

তিনি আরও বলেন, 'আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে তিনজনের মৃত্যু হয়। মোটরসাইকেলচালক মফিজুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago