পটুয়াখালীতে ২ বাসের রেষারেষিতে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালী বাসস্ট্যান্ডে দুই বাসের রেষারেষিতে সাবিকুন নাহার শশী (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শশীর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালীয়া গ্রামে। তিনি বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (এমএটিএস) ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও আরেকটি আন্তঃজেলা বাস কে কার আগে ছেড়ে যাবে—প্রতিযোগিতা শুরু করে। সে সময় দুই বাসের চাপায় পড়ে ওই শিক্ষার্থী গুরুতর আহত হন। উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পটুয়াখালী থেকে বরিশালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শিক্ষার্থীর মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, 'পরিবার অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
An investment boom hidden in plain sight

Returnee migrant capital: An investment boom hidden in plain sight

Conservative estimates suggest the informal returnee capital formation is now significant enough to rival the country's entire foreign direct investment (FDI).

6h ago