গোপালগঞ্জে বাস-ট্রাকসহ ৫ যানবাহনের সংঘর্ষে পুলিশসহ নিহত ২

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী তিনটি বাসের সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সড়কের দুপাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন—ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম ও আরমান পরিবহনের চালকের সহকারী সেলিম হোসেন ব্যাপারী।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সঙ্গে সঙ্গে এসপি গ্রীন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এ ঘটনায় আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দুর্ঘটনা কবলিত দুটি বাস ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় উদ্ধার কাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলামসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

আহত রফিকুলকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

অপর আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম রায় বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বলেশ্বর পরিবহনের চালক ইব্রাহিম ও সহকারী রোহানের অবস্থা আশঙ্কাজনক।

মাদারীপুর আঞ্চলিক হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় এটিএসআই রফিকুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ সবগুলো যানবাহন জব্দ করেছে।

Comments

The Daily Star  | English

Mirpur factory fire: Owner of chemical warehouse still at large

He is accused of negligence leading to the deaths of 16 workers in a devastating fire

32m ago