গুলিস্তানে পার্কের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্ক। গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর গুলিস্তানে পার্কের পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অজ্ঞাত ওই শিশুর বয়স ১১ বছর বলে জানিয়েছে পুলিশ। তার নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

 শহীদ মতিউর পার্কের পুকুরের পানি থেকে অজ্ঞাত (১১) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম পরিচয় জানা যায়নি।

এসআই মো. আবু ইউসুফ বলেন, 'খবর পেয়ে গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের পুকুর পাড়ে যায় পুলিশ। জানা গেছে, কয়েকজন শিশু বিকেল ৩টার দিকে পুকুরে গোসল করতে নামে। তখন এক শিশু পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।'

বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরের তলদেশে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, স্থানীয়রা শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেনি। পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago