বার্ন ইনস্টিটিউটে কড়া নিরাপত্তা: অতিরিক্ত ভিড় ঠেকাতে প্রবেশে কড়াকড়ি

বার্ন ইনস্টিটিউটে কড়া নিরাপত্তা। ছবি: এমরান হোসেন/স্টার

উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে অতিরিক্ত ভিড় সামলাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শুধুমাত্র রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের কর্মীদেরই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সামরিক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এমন চিত্র দেখা গেছে।

রাজনৈতিক কর্মী এবং উৎসুক দর্শকদের ভিড়ের কারণে চিকিৎসকেরা অসুবিধার সম্মুখীন হওয়ার পরদিন এই সিদ্ধান্ত নেওয়া হলো।

সকালে প্রধান ফটকে আনসার সদস্যদের পাহারায় দেখা গেছে, আর প্রবেশপথে সেনা সদস্যরাও অবস্থান নিয়েছেন কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে।

আহত রোগীর স্বজনদের ভিড় এবং স্বজনদের উপস্থিতি সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ এই কঠোর ব্যবস্থা নিয়েছে। হাসপাতালের কর্মীদের প্রবেশে আইডি কার্ড দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদের জানাতে হচ্ছে রোগীর নাম, সম্পর্ক এবং ওয়ার্ড নম্বর। পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

দায়িত্বরত একজন আনসার সদস্য জানান, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীও কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

41m ago