আজ ভিড় নেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে, প্রবেশে কড়াকড়ি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়ক। ২৩ জুলাই ২০২৫। ছবি: দীপন নন্দী/স্টার

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের ভর্তি করার পর থেকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছিল উপচে পড়া ভিড়। তবে, আজ বুধবার সেখানকার চিত্র একেবারেই ভিন্ন।

সকাল থেকে হাসপাতালটির সামনে ও আশেপাশে কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়নি। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালের বিভিন্ন ফটকে সতর্ক অবস্থানে আনসার, পুলিশ ও সেনা সদস্যরা।

এমনকি সাংবাদিকদেরও ভেতরে বা বাইরে দাঁড়িয়ে থাকার অনুমতি দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, তখন সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। অপ্রয়োজনীয় ভিড় ও কোলাহল এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, 'অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। সে কারণে আজ সকাল থেকেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু হাসপাতালের কর্মী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন।'

হাসপাতালের চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে 'হেল্প ডেস্ক' লেখা থাকলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।

মঙ্গলবার বার্ন ইনস্টিটিউটের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রক্তদাতা ও স্বেচ্ছাসেবকরা জড়ো হয়েছিলেন। একইসঙ্গে রক্ত দেওয়ার জন্য সেখানে হিজড়া সম্প্রদায়ের উপস্থিতি সচেতনতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিল।

Comments

The Daily Star  | English

Vegetable prices skyrocket as erratic rain ravages croplands

Consumers and farmers are bearing the brunt of the radical shift in weather patterns as crops are damaged and retail prices skyrocket.

14h ago