চট্টগ্রামে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৫

road accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ সোমবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে চন্দনাইশ উপজেলার হাসনদন্ডি পাঠানপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীমা আক্তার (৪৫) ও মো. শরীফ (২৬)। ফাতেমা বেগম এলডিপি চেয়ারম্যান অলি আহমদের ভাগ্নি এবং মো. শরীফ ময়মনসিংহের বাসিন্দা।

আহতরা হলেন—অটোরিকশাচালক মাহবুব ও যাত্রী পলাশ, রহিম, সাজিদ ও হামিম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামের দিকে যাওয়া ঈগল পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

দোহাজারী হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
inside story of the attack on Daily Star office

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

5h ago