টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন-বিস্ফোরণ, ৪ দমকলকর্মীসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের একটি কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহত ৪ দমকলকর্মীসহ মোট ৫ জনকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
তারা হলেন—ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), খন্দকার জান্নাতুল নাইম (৩৮) ও দোকান কর্মচারী আল-আমিন হোসেন (২৮)।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল সাড়ে ৩টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ মোট ৫ জন দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফায়ার সার্ভিসের ৪ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
দোকান কর্মচারী আল-আমিনের অবস্থাও আশঙ্কাজনক।
তার সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, তারা একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী। তাদের গোডাউনের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আল-আমিন সেসময় হার্ডওয়্যার গোডাউনের মালামাল সরাচ্ছিলেন। পাশের গোডাউনে বিস্ফোরণ হলে আল-আমিন দগ্ধ হন।
তালহা বিন জসিম জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হন।
Comments