টঙ্গীতে অগ্নিকাণ্ড: দুই ফায়ার ফাইটারের পর এবার দোকান কর্মচারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আল-আমিন হোসেন বাবু (২২) মারা গেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে গত সোমবার দুপুরের ওই অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজন মারা গেলেন।
এর আগে ফায়ার ফাইটার নুরুল হুদা বুধবার ও শামীম আহমেদ মঙ্গলবার মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সাংবাদিকদের জানান, আল-আমিনের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
আল-আমিনের সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, সোমবার যে মার্কেটে আগুন লাগে, তার পাশের একটি হার্ডওয়্যারের দোকানের কর্মচারী তারা। আগুনের খবর শুনে তারা মালামাল উদ্ধারে যান। তখনই দগ্ধ হন আল-আমিন।
আল-আমিনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায়। টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় তিনি থাকতেন।
Comments