আগুন নিয়ন্ত্রণে, দ্রুত ফ্লাইট অপারেশন চালুর চেষ্টা করছি: শেখ বশিরউদ্দীন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন বলেছেন, 'আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে, অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি।'
তিনি জানান, দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো এলাকায়। রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
আজ শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, 'ফায়ার ব্রিগেডের নেতৃত্বে প্রায় ৩৭টি ইউনিট বিরতিহীন কাজ করছে। আমরা শুধু আপাতত এইটুকু বলবো, আল্লাহর রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এখন। এখনো আগুন রয়েছে যথেষ্ট, কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।'
তিনি বলেন, 'এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত পারি, আজকে রাতের মধ্যেই ফ্লাইট ওপেন করতে।'
অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও এ সময় জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জরুরি হচ্ছে এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু, ক্ষতি নিরূপণ ও একটি সর্বোচ্চ পর্যায়ের কমিটি তৈরি করে দুর্ঘটনার কারণ বের করা। এছাড়া, আমাদের যারা আহত হয়েছেন—ফায়ার ব্রিগেডের কয়েকজন ও আনসার সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা।'
বিমায় দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকে, ফলে আমদানিকারকরা হতাশ হয়ে পড়েছেন যে, কীভাবে তারা ক্ষতিপূরণ করবেন—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, 'বিমানের কার্গো ডিরেক্টরকে আমি পরিমাণ ও মূল্যগত এবং সাত-আটটি মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট তৈরি করতে বলেছি।'
Comments