মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে নিহত: অপমৃত্যুর মামলা করলেন নিহত আজাদের স্ত্রী
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা করেছেন নিহতের স্ত্রী।
আজ সোমবার তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার গতকাল রোববার রাতে এ মামলা দায়ের করেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ (৩৫) নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।
নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চকদারের ছেলে। উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন তিনি। আবুল কালাম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় থাকতেন।
এ ঘটনা তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর ফার্মগেট স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ১১ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ ছিল।


Comments