উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৫ ঘণ্টার ব্যবধানে ২ অগ্নিকাণ্ড, পুড়লো হাসপাতাল
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলার রাজপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় চার নম্বর ক্যাম্পের ডি ব্লকে অবস্থিত একটি হাসপাতালে আজ শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রায় আড়াই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। অগ্নিকাণ্ডে কেউ আহত বা দগ্ধ হননি, তবে হাসপাতালটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ভস্মীভূত হয়েছে।
'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে,' যোগ করেন তিনি।
ক্যাম্প কর্তৃপক্ষের সহায়তায় ওবাট হেল্পারস বাংলাদেশ এই স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনা করছিল।
ওবাটের হেলথ এর সমন্বয়ক ডা. মাহমুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে।
তিনি জানান, এখান থেকে রোহিঙ্গা শরণার্থী এবং আশেপাশের স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা সেবা পেতেন।
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। ডলার জানান, অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনের কারণ এখনো শনাক্ত করা যায়নি।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং এক নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায় এবং একজনের মৃত্যু হয়।


Comments