অগ্নিনিরাপত্তা পরীক্ষা শেষে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৫টি পর্যটন জাহাজ পুনরায় চালু
অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস পরীক্ষা শেষে কক্সবাজার থেকে ৫টি পর্যটন জাহাজ সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে যাত্রা করেছে।
আজ রোববার বিআইডব্লিউটিএ কক্সবাজার বন্দর কর্মকর্তা ওয়াকিল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নৌপরিবহন মন্ত্রণালয়, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ কমিটি আজ রোববার সকালে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী ৫টি জাহাজ সরেজমিন পরিদর্শন করেছে। পরিদর্শনের ভিত্তিতে, কমিটি মৌখিকভাবে জাহাজগুলিকে চলাচলের জন্য অনুমোদন দিয়েছে।
গতকাল শনিবার সকাল ৭ টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন লাগে। নিহত হন একজন ক্রু সদস্য। এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কক্সবাজার কর্তৃপক্ষ।
চলতি বছর শীত মৌসুমে পর্যটন কার্যক্রমের জন্য কক্সবাজার-সেন্টমার্টিন রুটে মোট ৭টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছিল। অগ্নিকান্ডের ঘটনার পর এলসিটি কাজলসহ দুটি জাহাজের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে।
একইসঙ্গে সরকার অনুমোদিত ২০০০ যাত্রীকে ৫টি জাহাজের মধ্যে পুনঃবণ্টন করা হয়েছে।
বাংলাদেশ ক্রুজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, 'এলসিটি কাজল এবং আটলান্টিস থেকে প্রায় ৪০০ যাত্রীকে অন্যান্য ক্রুজ জাহাজে স্থান দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'যাত্রীরা সাময়িক অসুবিধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ নিশ্চিত করা হয়েছে।'
তবে কিছু পর্যটক অভিযোগ করেছেন, তারা যে আসনের টিকিট কিনেছিলেন পরে সে আসনটি পাননি।
কোনো জাহাজ যাতে তার অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন না করে সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করছে বলে জানায় বিআইডব্লিউটিএ।
অগ্নিকাণ্ডের ঘটনার পর, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে শনিবার সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে— নৌপরিবহন বিভাগ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস শনিবার রাতের মধ্যে সব চলমান জাহাজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস পুনরায় পরীক্ষা করবে এবং শুধুমাত্র পরিদর্শনে উত্তীর্ণদের রবিবার চলাচলের অনুমতি দেওয়া হবে।
আটলান্টিক ক্রুজ জাহাজে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


Comments