রাজশাহীর ঝলমলিয়া বাজারে ট্রাক উল্টে চার ব্যবসায়ী নিহত

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঝলমলিয়া বাজারে ঘন কুয়াশার কারণে বালুবাহী ট্রাক উল্টে কমপক্ষে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী–নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার সিয়াম, পাইকপাড়া গ্রামের মুনকের প্রামাণিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার ইসলাম উদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা জানান, নাটোরগামী ওই ট্রাকটি ঘন কুয়াশার কারণে রাজশাহী–নাটোর সড়কের পাশে উল্টে যায়। ট্রাকের নিচে পাশের কলাবাজারে থাকা কয়েকজন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতরা সম্ভবত কলা ব্যবসায়ী ছিলেন।

আহত ব্যক্তিকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Comments