এবার বাড়ল সারের দাম, কেজিতে ৫ টাকা

ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম বাড়িয়েছে সরকার। পুননির্ধারিত দামে ডিলার ও কৃষক পর্যায়ে কেজি সারে বাড়তি ৫ টাকা গুনতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপপ্রধান শেখ বদিউল আলম স্বাক্ষরিত আদেশে গতকাল সোমবার বলা হয়, 'চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারের সারের মূল্য বৃদ্ধিজনিত কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সারের বিক্রি মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে ডিলার পর্যায়ে ইউরিয়া সার ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা, এমওপি ১৮ টাকা কেজি দরে কিনতে হবে। কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়ার দাম পড়বে ২৭ টাকা, ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা ও এমওপি দাম হবে প্রতি কেজি ২০ টাকা।

১০ এপ্রিল থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago