ন্যায্যমূল্য দাবি ও হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে চাষিদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ন্যায্যমূল্যের দাবিতে ও হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

বিক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

কৃষকরা জানান, কৃষকরা আলু চাষ করে বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না। এদিকে, হিমাগার মালিকরা অযৌক্তিভাবে ভাড়া বাড়িয়েছেন।

সকাল ১১টার দিকে বীরগঞ্জে মহাসড়কের বিজয় চত্বরে জড়ো হন কৃষক ও ব্যবসায়ীরা। পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাস পেয়ে তারা অবরোধ প্রত্যাহার করা হয়।

সেখানে বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন বীরগঞ্জ কৃষক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল মালেক।

বিক্ষুব্ধ এক কৃষক বলেন, 'আগে প্রতি ৬০ কেজি আলুর জন্য হিমাগার ভাড়া ছিল ৩৫০ টাকা। এটা এখন বেড়ে ৫২০ টাকা হয়েছে। অথচ শ্রমিকের মজুরি কিংবা বিদ্যুৎ খরচ বাড়েনি। এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির জবাব চাই।'

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, সাত দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

ইউএনও মো. ফজলে এলাহী মহাসড়কে গিয়ে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।

তিনি বলেন, 'কৃষকদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে।'

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago